গোপন খবরের ভিত্তিতে ৭১নং ব্যাটালিয়ন সিআরপিএফ ও সোনামুড়া থানার পুলিশ এর নেতৃত্বে টি এস আর বাহিনীকে নিয়ে সোনামুড়া থানাধীন কমলনগর গ্রাম পঞ্চায়েতের বাতাদোলা এলাকার দিজেন্ড সরকার এর ছেলে ইন্দ্রজিৎ সরকার(৫৫) এবং মাখন সরকারের পুরানো ঘর থেকে এক পেটি বিলেতে মদ এবং নীল ড্রামে ৪৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।এই অভিযান বৃহস্পতিবার দুপুর এক ঘটিকা থেকে তিন ঘটিকা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান চালিয়ে মোট ১ টি পেটিতে বলেতি মদ এবং ৪৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে।যার বাজারজাত মূল্য প্রায় ২ লক্ষ টাকা হবে বলে জানায়।পুলিশের এই অভিযান ঘিরে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ও থমথমে পরিবেশ।এ দিনের অভিযানে ছিলেন ৭১নং ব্যাটালিয়ন সিআরপিএফ এর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট ওয়েরিল লাশু ও এস আই কমল সিং এবং সোনামুড়া থানার পুলিশ ইন্সপেক্টর কুমার দাস সহ পুলিশ ও সিআরপিএফ টি এস আর জোয়ানরা,সোনামুড়া মহাকুমা জুড়ে গত কিছু দিন ধরে গাঁজা গাছ কেটে পুড়িয়ে সাফ করে দেওয়া থেকে শুরু করে বাড়িতে গিয়ে বিভিন্ন নেশা সামগ্রীর অভিযান অব্যাহত, ঘটনার বিবরনে জানা যায় এই বাড়িতে তিন ভাইয়ের মধ্যে দুই ভাই এই বাড়িতে থাকেন না আর একভাই এই বাড়িতে থাকেন তিনি সরকারি ডিপার্টমেন্টে GRS এ চাকরি করেন।তবে পুলিশ এদিনের নেশা বিরোধী অভিযানে কাউকে আটক করতে না পারলেও বাড়ির মালিকে নামে সোনামুড়া থানা একটি এন ডি পি এস অ্যাক্ট ধারায় মামলা করা হয়।মামলা হাতে পুলিশ তদন্ত শুরু করেছে,



