আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গোটা ত্রিপুরা রাজ্যে বিজেপি দল কোমরকষে নেমে পড়েছে। মূলত বুথ বিজয় অভিযানকে লক্ষ্য হিসেবে ধরে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে শাসক দলের তৎপরতা যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের শিবম শক্তি কেন্দ্রের উদ্যোগে বুথ ভিত্তিক জমায়েত অনুষ্ঠিত হয়। এই বুথ ভিত্তিক জমায়েতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করতে গিয়ে স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী দৃপ্ত ভাষায় বলেন দীর্ঘ বাম শাসনে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে সাথে কল্যাণপুর বিধানসভা এলাকার সংশ্লিষ্ট গাঁওসভাও নানান ভাবে বঞ্চিত ছিল। তিনি দাবি করেন বিগত বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষসহ শরণার্থী শিবিরে যারা থাকেন তাদের পানীয় জলের ব্যবস্থা, বাসস্থান সহ গোটা আর্থ সামাজিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। পাশাপাশি তিনি বলেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তোতাবারিতে কলেজ স্থাপন সহ যাবতীয় পরিকাঠামগত উন্নয়ন কল্যাণপুরের চিত্রটাই বদলে দিয়েছে। আগামী দিনে গোটা রাজ্যের সাথে সাথে কল্যাণপুরের যাবতীয় উন্নয়নের গতিকে অব্যাহত রাখার প্রশ্নে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
এদিনের এই সারা জাগানো জনসমাবেশে বিধায়ক পিনাকী দাস চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বাপন দেবনাথ, শিবু দেবনাথ প্রমুখ নেতৃত্বরা। বিধায়ক আগামীদিনে গোটা কল্যাণপুরের মানুষকে সঙ্ঘবদ্ধ ভাবে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত ধরার আবেদন জানান।।



