বেকারের কর্মসংস্থান, স্কুলে স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, স্বাস্থ্য ও বিদ্যুত পরিষেবার মানোন্নয়ন ও রেগা , টুয়েপ প্রকল্পের মজুরি ও কাজের দিন বৃদ্বি সহ গণতন্ত্র পুণরুদ্বার , সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা।এই ছিল জনস্বার্থ বিষয়ক সংশ্লিষ্ট পাঁচ দফা দাবী।এই দাবী নিয়েই মংগলবার সকালে সি পি আই এম র পদযাত্রায় রীতিমতো আন্দোলিত হলো খোয়াইয়ের গণকী মধ্যপাড়া ও দক্ষিণ গণকীর বুথ এলাকাগুলোর বিভিন্ন জনপদ গুলি। দেখা গেছে গত দুই মাস ধরে জনস্বার্থ সংশ্লিষ্ট দাবীসনদের ভিত্তিতে খোয়াই বিধানসভা কেন্দ্রের বুথে বুথে চলছে সিপিএম দলের পদযাত্রা ও মিছিল জমায়েত। মঙ্গলবার দিন ছিল একাদশতম পদযাত্রা। বেলা এগারোটা থেকেই বিভিন্ন এলাকার নারী পুরুষ সন্ত্রাসীদের লাগানো আগুনে পোড়া গণকী স্থিত পার্টির শাখা অফিসের সামনে এসে জড়ো হতে থাকেন।বেলা ঠিক সাড়ে বারোটায় এখান থেকেই শুরু হয় কয়েকশত দলীয় পদাতিকদের নিয়ে সাড়া জাগানো পদযাত্রা । মিছিলের পুরোভাগে ছিলেন সি পি আই এমর রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস , জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আলয় রায় , পলাশ ভৌমিক , জেলা কমিটির সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য্য সহ নেতৃবৃন্দ সহ আরো অনেকে। বিভিন্ন পাড়া আর জনপদ গুলি ঘুরে আবার পদযাত্রার মিছিল খোয়াই — তেলিয়ামুড়া সড়ক ধরে এবার এগিয়ে যায়। গনকি স্থিত আসাম রাইফেলস বাহিনীর পূর্বতন ক্যাম্পের সামনে দিয়ে গিয়ে ফায়ার সার্ভিস কমপ্লেক্স হয়ে আবার মিছিলটি ফিরে আসে গণকীর সেই অগ্নিদগ্ধ পার্টির শাখা অফিসের সামনে। এখানেই পোড়া পার্টি অফিসে এসে পদযাত্রা কর্মসূচীর পরিসমাপ্তি ঘটে। পদযাত্রার সমাপ্তি ঘোষণার আগে দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে পোড়া পার্টির শাখা অফিসের সামনে সিপিএম এর দলীয় পতাকা উত্তোলন করেন সি পি আই এমএর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুখেন্দু বিকাশ দে।



