সোমবার বিশ্ব রেডিওগ্রাফার দিবস উপলক্ষে সোসাইটি অফ রেডিওগ্রাফার উদ্যোগে আগরতলা শহরে পদযাত্রা করা হয়। এ দিনের কর্মসূচি থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার এক সদস্য জানান আজকের এই দিনে এক্সরে রোশনি আবিষ্কার হয় যার মাধ্যমে মানব দেহে রোগ নির্ণয় করা যায়, এবং চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত সিটি স্ক্যান যার মাধ্যমে মানবদেহের রোগ নির্ণয় হয় সেটিও রোশনীর দ্বারা করা হয় বলে জানান তিনি। তাই রেডিওগ্রাফার এন্ড রেডিওলজিস্ট সাপোর্ট ফোর পেসেন্ট কেয়ার এই মূল থিম কে সামনে রেখে আজকের এই পদযাত্রা বলে জানিয়েছেন।



