Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘের ধন্যবাদ রেলি

ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘের ধন্যবাদ রেলি

প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীনস্থ ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘের উদ্যোগে রাজধানীতে ধন্যবাদ রেলি অনুষ্ঠিত হয় সোমবার। এদিনের মিছিল থেকে ডক্টরের মাননীয় মন্ত্রীর উদ্যোগে প্রথমবার তাদেরকে পূজোর বোনাস দেওয়ায় দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের এক নেতৃত্ব বলেন বিগত 17 বছর যাবত এরা কাজ করে আসছেন কিন্তু কোনদিন বোনাস পাননি তাই এই প্রথমবার বোনাস পাওয়ার ফলে মন্ত্রী মহোদয় কে ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিল কর্মসূচি বলে জানিয়েছেন। তাছাড়া আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট বেশ দাবি দাওয়া উত্থাপন করেছেন যা নিম্নরূপঃ-

১। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরা রাজ্যে কর্মরত প্রত্যেক ভ্রাম্যমান কৃত্তিম গো কর্মীদের মাসিক সাম্মানিক ভাতা প্রদান করতে হবে।

২। প্রত্যেক কর্মীর জন্য বীমার ব্যবস্থা করতে হবে যেহেতু বিভিন্ন রকম প্রানের ঝুঝি নিয়ে কাজ করতে হয় (যেমন Anthrax, Bacillus, ট্রেগিং করা)। যদি কোন কর্মী মারাত্মক প্রানঘাতী ভ্যকসিন করাতে গিয়ে গুরুতর অসুস্থ্য হয় তবে তার পরিবারকে এককালীন ২০ লক্ষটাকা এবং মৃত্যু ঘটিলে ১০ লক্ষ টাকা প্রদন করতে হবে ও তার চিকিৎসার ভার পশুরকে নিতে হবে। (১৭ই অক্টোবর ঘোষনায় সাংবাদিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে রাজ্যের তথ্যমন্ত্রী ত্রিপুরায় Health Insur | ance Scheme 2022 চালু কারেন, একেই কায়দায় আমাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে আমাদেরকেও এই বীমার আওতায় আনতে হবে।

3/ ARDA Assistant পদে নিয়োগের ক্ষেত্রে ভ্রাম্যমান কৃত্তিম গো-প্রজনন কর্মীদের সবাই একসঙ্গে অগ্রাধীকারের ভিত্তিতে নিয়োগ করতে হবে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য