আগরতলা পূর্ব থানা পুলিশের বড় সাফল্য, উদ্ধারে সক্ষম চুরি যাওয়া দুদুটি চার চাকার গাড়ি। জানা যায় গত রবিবার দিন রাতে কলেজ টিলা এলাকা থেকে একটি মারুতি ইকো গাড়ি হাতিয়ে নেয় চোরচক্র। শুধু তাই নয় একই রাতে শহরের রাম ঠাকুর সংঘ এলাকা থেকে আরো একটি টাটা এইচ গাড়ি চুরি করে নিয়ে যায় চোরের দল। গাড়ির দুই মালিক সোমবার পূর্ব থানায় চুরির ঘটনাটি জানালে পুলিশ অভিযোগ মূলে তদন্ত নেমে দুটি গাড়িকেই উদ্ধার করতে সক্ষম হয়। একই সাথে পুলিশ আটক করে এক চোরকে। মঙ্গলবার দুপুরে গাড়ি দুটি মালিকের হাতে তুলে দেয়। অভিযোগের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুলিশের অতি সক্রিয়তায় চুরি হওয়া গাড়ি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি গাড়ির মালিকরা। এদিন সদরের এসডিপিও অজয় কুমার দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এর পেছনে একটা চক্র রয়েছে। যদিও তদন্তেই সবকিছু বেরিয়ে আসতে পারে।



