২০২৩ সালে নির্বাচনকে সামনে রেখে বিজেপির বুথ বিজয় অভিযান শুরু হয়েছে মঙ্গলবার ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৩৯ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বুথে। বুথ বিজয় অভিযানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রবারী ডক্টর মহেশ শর্মা। উপস্থিত ছিলেন ছিলেন বিজেপি সহ সভাপতি অমিত রক্ষিত, ৮ নং টাউন বরদোয়ালি মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বুথ বিজয় অভিযানের বক্তব্য রাখতে গিয়ে প্রভারি ডঃ মহেশ শর্মা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি দেশের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছেন এবং রাজ্যে বিজেপি সরকার আসার পর রাজ্যের যে উন্নয়ন হয়েছে সেই বিষয়গুলো জনগণের মধ্যে প্রচার করা, পাশাপাশি তিনি এদিন ওনার বক্তব্য রাজ্যের বাম সরকার থাকাকালীন সময়ে রাজ্যে মারদাঙ্গা ছাড়া অন্য কিছু করত না এই বিষয়গুলো উনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। ২০৩০ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার গঠন করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা, ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনে জয়ী হওয়ার জন্য।



