কিছুদিন পরপরই কল্যাণপুরে যান দুর্ঘটনা ঘটে চলেছে। তার পরেও একাংশের অসচেতনতার কারণেই হোক আর পুলিশ প্রশাসনের দুর্বলতার কারণেই হোক না কেন দুর্ঘটনার বহর বাড়ছে, বৈ কমছে না। আজ অর্থাৎ সোমবার সন্ধ্যা রাতে কল্যাণপুর থানাধীন পশ্চিম ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের দাচূড়া এলাকাতে ঘিলাতলী কল্যাণপুর সড়কের মধ্যে যাত্রীবাহী একটি অটো চার পাঁচ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে গুরুতর আহত হয় ৩৫ বছরের এক জনজাতি যুবক, আহত যুবক একই থানাধীন অধনিয়া এলাকার নিরঞ্জন দেববর্মা বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে কল্যানপুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তরিঘরী ছুটে গিয়ে রক্তাক্ত এবং আহত নিরঞ্জনকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। শেষ সংবাদ পর্যন্ত নিরঞ্জনের চিকিৎসা চলছে কল্যাণপুর হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের অভিমত হচ্ছে অতিরিক্ত গতির জন্যই এই দুর্ঘটনা। এদিকে একাংশের অভিমত হচ্ছে যেভাবে দিনের পর দিন পথ দুর্ঘটনার বা যান দুর্ঘটনার বহর বাড়ছে তা নিশ্চিতভাবে আগামী দিনের জন্য অশনি সংকেত, এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সদর্থক ভূমিকা কামনা করছেন শুভবুদ্ধি সম্পন্ন জনগন।



