নভেম্বর বিপ্লব দিবস গোটা রাজ্যেই পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।
তারই কর্মসূচী অঙ্গ হিসাবে সোনামুড়া মহকুমার নানা প্রান্তে এই কর্মসূচি পালিত করে বামপন্থীরা। প্রতিটা কর্মসূচিতেই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নেতা কর্মীদের।যেমন,মহকুমার নলছড় বিধানসভা এলাকার বাজার স্থিত সিপিআইএম দলীয় অফিসের সামনে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান ইত্যাদি কর্মসূচি যথাযথ মর্যাদায় নির্বিঘ্নে সাত সকালে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন নলছড়ের প্রাক্তন বিধায়ক তপন দাস।অপরদিকে, সোনামুড়া বিধানসভা এলাকার শহর অঞ্চল কমিটির উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে পতাকা উত্তোলন করেন মহকুমা সম্পাদক রতন সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, সিআই টি ইউ রাজ্য কমিটির সম্পাদক অহিদুর রহমান। সংক্ষিপ্ত আলোচনা করেন সোনামুড়া শহর অঞ্চল সম্পাদক অধীর ভৌমিক।অপরদিকে, মেলা ঘরের কর্মসূচিতে উপস্থিতি ছিল উল্লেখযোগ্য আরে আগের তুলনায় অনেকগুণ বেশি।সোনামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর প্রবীণ সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা দলীয় পতাকা উত্তোলন করে।উপস্থিত ক্ষেত মুজুর বিভাগীয় কমিটি সম্পাদক উমেশ দাস, নিত্যানন্দ বর্মন সহ বহু নেতাকর্মী।অনুরূপভাবে কর্মসূচি যথাযোগ্য মর্যাদা পালিত হয় রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অপরদিকে কাঠালিয়া ভগ্নদষা দলীয় অফিস প্রাঙ্গণে কাঠালিয়া অঞ্চল ভিত্তিক নবীন ও প্রবীণ নেতৃত্বদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় নভেম্বর বিপ্লব দিবস সিপিআইএম মহকুমা সম্পাদক মন্ডলী দুই প্রবীণ সদস্য ননীপাল ও নকুল মল্ল, অঞ্চল সম্পাদক কৌশিক ছন্দ ছিলেন নেতৃত্বে। উপস্থিতি ছিল অর্ধশতাধিক নেতাকর্মী ৩ পঞ্চায়েত এলাকার। অনুরূপভাবে এই কর্মসূচি পালন করা হয় কালী কৃষ্ণনগর বাজারের রাস্তার পাশে।কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন, চন্দন সরকার, প্রেমা মজুমদার সহ আরো অনেকেই।অপরদিকে, নতুন করে জগত রামপুর পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি পালিত হয়।এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন স্থানীয় পার্টির নেতা স্বপন ত্রিপুরা,গণেশ ত্রিপুরা ও পবিত্র দেববর্মা।



