Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজনস্বার্থে বিষয়ক পাঁচ দফা দাবি নিয়ে সিপিএমের মিছিলে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে...

জনস্বার্থে বিষয়ক পাঁচ দফা দাবি নিয়ে সিপিএমের মিছিলে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা গভীর রাতে সিপিএম সমর্থিতদের দোকান ও মোটর বাইক ভাঙচুর বাড়ি ঘরে হামলায় আক্রান্ত মা ও ছেলে। কাপুরুষোচিত হামলার নি ন্দা সি পি আই এম দলের পক্ষ থেকে

শনিবার দুপুরে জনস্বার্থ বিষয়ে সংশ্লিষ্ট পাঁচ দফা দাবীর ভিত্তিতে খোয়াইয়ের সোনাতলায় শনিবার দুপুরে সংগঠিত হয় এক উদ্দীপ্ত মিছিল। এই মিছিল দেখে দস্তুরমতো কাঁপুনি উঠেছে দুষ্কৃতিকারীদের ভিতর । তাই ওইদিনের মিছিল আটকাতে ব্যার্থ হওয়াতে শনিবার রাতের আঁধারে কাপুরুষের মতো নিরীহ মানুষের ওপর হামলা আক্রমণ হুজ্জুতি শুরু করেছে দুষ্কৃতিকারীরা। সন্ত্রাসীদের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতিকারীদের প্রতিরোধে দলমতের পার্থক্য ভুলে সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মানুষকে এক জোট হয়ে রাস্তায় নেমে এসে গণ প্রতিরোধ করার জন্য আহ্বান জানিয়েছে সি পি আই এম খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে । শেষে রবিবার দুপুরে পার্টির নেতৃবৃন্দরা সোনাতলায় আক্রান্তদের এলাকায় ছুটে গিয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখানে উল্লেখ্য যে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ, বিদ্যুৎ, পানীয় জল ও সড়ক যোগাযোগ পরিষেবার মানোন্নয়ন সহ দুষ্কৃতিকারীদের ধারাবাহিক সন্ত্রাস বন্ধ করার দাবীতে শনিবার খোয়াইয়ের মধ্য গণকী , পূর্ব সোনাতলা ও রাধাচরণনগরের তিনটি বুথ এলাকায় লাল ঝান্ডার সদর্পে মিছিল জন জমায়েত ও পদযাত্রা সংগঠিত হয় সি পি আই এম দলের উদ্যোগে। তাদের সেই কর্মসূচী আটকাতে অপপ্রয়াস নেয় দুষ্কৃতিকারী । এমনকি দুষ্কৃতিকারীরা মিছিলে আসতে বাধা দেয় সাধারণ মানুষকে বলেও অভিযোগ । এর পরেও সাধারণ মানুষ সাহসের উপর ভর করে মানুষ ঘর থেকে দলে দলে বের হয়ে এসে এদিনের মিছিল জমায়েত ও পদযাত্রার কর্মসূচীতে সামিল হন।আর এতেই ক্ষেপে যায় দুষ্কৃতিকারী। ক্ষিপ্ত দুষ্কৃতিকারীরা শনিবার রাতে সোনাতলা বাজারে ১০৩২৩ র চাকুরিচ্যুত এক শিক্ষক জগজ্যোতি দাসের ঔষধের দোকানটি ভাঙচুর করে।দরজা ভেঙে ভেতরে ঢুকে ঔষধপত্রাদি নষ্ট করে।আসবাবপত্র ভাঙচুর করে।এর আগে পূর্ব সোনাতলা এলাকার যুবকর্মী রীতেশ ওরাং ও তার মা ক্ষেতমজুর ইউনিয়নের কর্মী সরস্বতী ওরাংকে মারধোর করে।এক সপ্তাহ আগে কেনা রীতেশ ওরাং এর নতুন মোটর বাইকটি ভাঙচুর করে। এলাকার এক বাড়ী থেকে মোটর বাইকে বাড়ী ফেরার সময় তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ করেন। শেষে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে অন্য এক বাড়ীতে ঢুকে গিয়ে নিজেদের আত্মরক্ষা করেন।তখনই রীতেশ ওরাংয়ের বাড়ী থেকে দুষ্কৃতীরা একটি ছাগল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন। সি পি আই এম এর রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস, পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুখেন্দু বিকাশ দে ও পার্টির খোয়াই পূর্বাঞ্চল লোক্যাল কমিটির সম্পাদক বিষ্ণুজিৎ দস্তিদার সহ নেতা কর্মীরা রবিবার সকালে সোনাতলায় গিয়ে আক্রান্ত মানুষের সাথে দেখা করে কথা বলেন।ভাঙচুর হওয়া দোকানটি পরিদর্শন করেন ও দুষ্কৃতিকারীদের হামলা ও আক্রমণের ফলে ক্ষয়ক্ষতির ধ্বংসলীলার চিহ্নগুলো প্রত্যক্ষ করেন উপস্থিত নেতৃবৃন্দরা । নেতৃবৃন্দরা আক্রান্ত রীতেশ ওরাং ও তার মা সরস্বতী ওরাংয়ের সাথেও বাড়ীতে গিয়ে দেখা করেন।এ সময় স্থানীয় মানুষজনদের সাথেও কথা বলেন নেতৃবৃন্দরা। সি পি আই এম খোয়াই মহকুমা কমিটি এক বিবৃতিতে রাতের হামলা আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণতন্ত্রের নিধনযজ্ঞের নায়কদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সব অংশের মানুষের কাছে উদাত্ত কন্ঠে আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে সিপিএম দলের নেতৃত্বরা বলেন যে ওরা পরিষ্কার বুঝতে পাচ্ছে যে দুষ্কৃতিকারীরা সন্ত্রাস, ভয়ভীতি , হুমকী দেখিয়েও যখন কাজ হচ্ছেনা তার পূর্বাভাস আগাম বুঝতে পেরেই দুষ্কৃতিকারীদের শিবিরে এখন আতংকের কালো মেঘ ঘোরাফেরা করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য