Friday, December 5, 2025
বাড়িখবররাজ্য১০ই নভেম্বর থেকে শুরু হচ্ছে সাংস্কৃতিক ও সংক্ষিপ্ত নাটক প্রতিযোগিতা

১০ই নভেম্বর থেকে শুরু হচ্ছে সাংস্কৃতিক ও সংক্ষিপ্ত নাটক প্রতিযোগিতা

আগামী ১০ নভেম্বর থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকীভবনে শুরু হতে চলেছে সাংস্কৃতিক ও সংক্ষিপ্ত নাটক প্রতিযোগিতা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হতে চলা এই প্রতিযোগিতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তাছাড়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় চিফ ওয়েলফেয়ার অফিসার বিনীতা সুদ, অল ইন্ডিয়া সিভিল সেক্রেটারির সার্ভিস কালচার স্পোর্টস বোর্ডের সম্পাদক কুল ভূষণ মালহোত্রা। প্রতিযোগিতার সমাপ্তি দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রবিবার আগরতলা প্রেসক্লাবের এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার সম্পাদক রাজিব বন্দ্যোপাধ্যায়। তাছাড়া তিনি আরো জানান দ্বিতীয় পর্বে আগামী ১৬ ডিসেম্বর থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হবে ক্যারাম প্রতিযোগিতা। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যের কারামন্ত্রী রামপ্রসাদ পাল। এছাড়াও থাকবেন রাজ্যের মুখ্য সচিব সহ আরো বিশিষ্টজনেরা। দুই ইভেন্টের এই প্রতিযোগিতাকে সফল করে তুলতে ইতিমধ্যেই চলছে জোরদার তৎপরতা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য