খবরে প্রকাশ,,আগামী ৯ নভেম্বর সি.পি.আই.এমের ছাত্র যুব সংগঠনের একটি জনসমাবেশ’কে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানা এলাকার করইলং স্কুল চৌমুহনী এলাকায় এক পথসভা করছিল সি.পি.আই.এম ছাত্র যুব সংগঠন তেলিয়ামুড়া মহকুমা কমিটি। তখনই বিজেপি দলের মিছিল অতর্কিতভাবে সি.পি.আই.এমের সেই পথসভার মধ্যে হামলা চালায় এমনটাই অভিযোগ সি.পি.আই.এম দলের কর্মী সমর্থকদের। এতে উভয় দলের কর্মী সমর্থক সহ ২ পুলিশ কর্মী আহত হয়। সেই সঙ্গে ভাংচুর করা হয় একটি গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই অগ্নিগর্ভ রূপ নেয় তেলিয়ামুড়া স্কুল চৌমুহনী এলাকা। খবর যায় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী। এদিকে পুলিশের গাড়িতে করে আহত কর্মী এবং পুলিশ কর্মীদের রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা গেছে,, উভয় দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক সহ দুই পুলিশ কর্মী আহত হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা তেলিয়ামুড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী। ঘটনার পর উভয় দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।



