বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে দিনদিন শাসকদল বিজেপি নিজেদের সাংগঠনিক শক্তিকে আরো শক্তিশালী করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবারো ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুক্তচন্দ্র পাড়ায় বিজেপি দলের এক কর্মসূচির মধ্য দিয়ে ১৩ পরিবারের ৩৫ জনজাতি ভোটার তিপ্রামথা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর হাত ধরে। সংবাদে প্রকাশ, আজ অর্থাৎ শনিবার ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুক্তচন্দ্র পাড়ায় বিজেপি দলের এক সারা জাগানো মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচির মধ্য দিয়ে তিপ্রামথা দল ছেড়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর হাত ধরে ১৩ পরিবারের ৩৫ জনজাতি ভোটার বিজেপি দলে যোগদান করে। বিধায়ক ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সেন, বুথ সভাপতি জীবন দেববর্মা সহ অন্যান্য কার্যকর্তারা। দিনের এই যোগদান সভায় উপস্থিত মানুষজনদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।।



