উল্লেখ্য, গত ২রা নভেম্বর প্রকাশ্য দিবালোকে এক জনজাতির নাবালিকা’কে সালিশি সভার মধ্যে ঘর থেকে টেনে বের করে মারধোর এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন ছনলং এলাকায়। এই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পর রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের নজরে বিষয়টি আসলে আজ অর্থাৎ শনিবার বিকেলে নির্যাতিতা নাবালিকা কন্যার বাড়িতে গিয়ে নাবালিকা কন্যার সাথে এবং পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং ঘটনা সম্পর্কে অবগত হন। তার পাশাপাশি সর্বদা এই নির্যাতিতা’র পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।তাছাড়া তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং তিনি বলেন আইন আইনের মত ব্যবস্থা গ্রহণ করবে।।



