কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ দুর্গাপুর মুন্ডা বস্তির গ্রামীণ হাটের রহস্যজনক আগুনে একটি দোকান সর্বস্ব পুড়ে ছাই হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ধারণা। কল্যানপুর থানার পুলিশ সূত্রে প্রকাশ শনিবার ভোররাতে কল্যাণপুর থানাধীন দক্ষিণ দুর্গাপুর মুন্ডাবস্তির গ্রামীণ হাটের ব্যবসায়ী গৌতম চক্রবর্তীর দোকানে রহস্যজনক ভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকান গ্রাস করে নেয়। স্থানীয় মানুষেরা আগুন লক্ষ্য করে সাথে সাথে কল্যাণপুর থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামলেও ততক্ষণে সবকিছু ভষ্মীভূত হয়ে যায়। দোকানের মালিক গোবিন্দ বাবু জানায় গত দুইদিন আগে তিনি তার দোকানে প্রচুর পরিমাণে নতুন মালামাল এনেছিলেন। উনার ধারনা অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। তিনি প্রশাসনের কাছে যতোপযুক্ত তদন্ত ক্ষয়ক্ষতির পূরণের দাবি জানান।



