পি পি মডেল তথা সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে আগামী শিক্ষাবর্ষে চালু হতে চলেছে তেলিয়ামুড়াতে নার্সিং কলেজ। নার্সিং কলেজটি প্রাথমিকভাবে চালু করার জন্য গামাই বাড়ি স্থিত বর্তমান টি.এস.আর ১০ নম্বর ব্যাটেলিয়ানে ক্যাম্পের জায়গা শুক্রবার পরিদর্শনে যান রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, তেলিয়ামুড়া পি পি মডেলের নার্সিং কলেজটি স্থায়ী ভাবে গড়ে তোলা হবে পুরাতন মহকুমা হাসপাতালে জায়গায়। যদিও নির্মাণ কাজ শুরু থেকে শেষ অবধি সময় লাগবে তিন বছর। বর্তমান রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষে থেকেই চালু করতে চলেছে তেলিয়ামুড়া নার্সিং কলেজের পঠন-পাঠন। তাই শুক্রবার প্রাথমিকভাবে নতুন শিক্ষাবর্ষে যাতে প্রাথমিকভাবে নার্সিং কলেজ চালু করা যায়, সেজন্য শুক্রবার রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকার, ডঃ আলোখ্য দাশগুপ্ত সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা প্রথমে তেলিয়ামুড়া পুরাতন মহকুমা হাসপাতালে জায়গাটি পরিদর্শন করেন যেখানে স্থায়ী ভাবে নির্মাণ করা হবে তেলিয়ামুড়া নার্সিং কলেজ। পরে সেখান থেকে গামাই বাড়ি স্থিত ১০ নং ব্যাটেলিয়ানে ক্যাম্পে চলে যান প্রাথমিকভাবে নতুন শিক্ষা বর্ষে নার্সিং কলেজটি চালু করার জন্য জায়গা পরিদর্শনে। এদিকে এই পরিদর্শনকালে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, নতুন শিক্ষাবর্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু হতে চলেছে প্রাথমিকভাবে অস্থায়ীভাবে নার্সিং কলেজটি। কারণ স্থায়ী ভাবে কলেজটি চালু করতে প্রায় তিন বছর সময় লাগবে। সেজন্য অস্থায়ী কোন জায়গায় চালু হতে চলেছে নতুন শিক্ষাবর্ষে তেলিয়ামুড়া নার্সিং কলেজ।।



