শুক্রবার দুপুরে খোয়াই অজগর টিলা স্থিত ভারত সেবাশ্রম সংঘ ও ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অজগরটিলা প্রণবান্দ বিদ্যামন্দির স্কুলে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুলের এসএমসি কমিটির সভাপতি শ্রী মৎ অচলানন্দজি মহারাজ। এছাড়া এই স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই রামচন্দ্র ঘাট জহর নবোদয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার পাল। ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনার সংঘের জেলা সভাপতি মৃণাল কান্তি মজুমদার, এই স্কুলের প্রধান শিক্ষক কাজল শুক্লবৈদ্য, আগরতলা প্রণবানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শৈবাল গুপ্ত, প্রিয়তোষ ঘোষ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই মেগা স্বাস্থ্য শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ বিশেষজ্ঞ ডক্টর দুর্লভ দেববর্মা, ডক্টর সুপ্রিয়া দেববর্মা, সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিরা আয়োজিত মেগা স্বাস্থ্য শিবিরের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে এক সাক্ষাতে স্কুলের প্রধান শিক্ষক কাজল শুক্ল বৈদ্য জানান ভারত সেবাশ্রম ও খোয়াই সিনিয়র সিটিজেন পেনশনার সংঘের যৌথ উদ্যোগে খোয়াই অজগরটিলা স্থিত প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুলে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এর জন্য আগে থেকেই স্কুলের পক্ষ থেকে প্রচার করা হয় এলাকায় ৪০ ঊর্ধ যারা রয়েছেন তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও ঔষধ বিলি করা হবে। স্কুলের প্রধান শিক্ষক কাজল শুক্লাবৈদ্য এও বলেন ভারত সেবা সংঘের মূল উদ্দেশ্য হলো সারা বিশ্বের মানুষকে সেবা প্রদান করা। সেই নিঃস্বার্থ সেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে আজকে এই মেগা স্বাস্থ্য শিবিরে আয়োজন করা হয় যাতে করে মানুষের সেবায় নিয়োজিত হওয়া যায় এবং জনগণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান।এই স্বাস্থ্য শিবিরে একজন ঔষধ বিশেষজ্ঞ ও একজন এমবিবিএস ডাক্তার প্রথম স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করেন এরপর ৪০ ঊর্ধ্ব বিভিন্ন লোকদেরকে শারীরিক পরীক্ষা করে ঔষধ বিতরণ করেন। এর জন্যই স্বাস্থ্য শিবিরে রক্ত পরীক্ষা কেন্দ্র ঔষধ বিতরণ কেন্দ্র সহ আরো কয়েকটি বিভাগ খোলা হয় স্বাস্থ্য শিবিরে আগত রোগীদের জন্য। এই স্বাস্থ্য সিবিরে এলাকার কয়েক শত জনগ সহ উপস্থিত সাংবাদিক বন্ধুরা এই মেগা স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে পরিষেবা গ্রহণ করেন।



