রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচির মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি কি কাজ করেছেন সেই বিষয়গুলো রাজ্যের মানুষের সামনে তুলে ধরা। তাই প্রত্যেকদিনের নিয়ে আয় শুক্রবার রাজধানীর বনমালীপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি পালন করে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমকে রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু সাহা জানান রাজ্যে যে বিজেপি আইপিএফটি জোট সরকারের অপশাসন চলছে তা থেকে একমাত্র মুক্তি দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যা রাজ্যের জনগণ বিশ্বাস করে। তাই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট সরকারকে পরাজয়ের মালা পড়ানোর উদ্দেশ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় এই বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি বলে জানান।



