Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদউত্তরে শাসক শিবিরে বড় ধ্বস,সুদীপের হাত ধরে ধর্মনগরে ৫৭০ ভোটার কংগ্রেসে

উত্তরে শাসক শিবিরে বড় ধ্বস,সুদীপের হাত ধরে ধর্মনগরে ৫৭০ ভোটার কংগ্রেসে

বৃহস্পতিবার একদিনের উত্তর জেলা সফরে শাসক দল বিজেপির ঘর ভেঙে তছনছ করে দিলেন কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন সন্ধ্যায় এক যোগদান সভায় ৫৭০ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেস দলে সামিল হয়েছেন বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। তাদের মধ্যে অধিকাংশই বিজেপি দল ছেড়ে আসা। তারমধ্যে রয়েছেন ২০১৮ সালের ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের ইলেকশন এজেন্ট সৌরভ গোস্বামী সহ বিজেপি দলের প্রবীন বিভিন্ন পদাধিকারী গন। মূলত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন উত্তর জেলা সফরে আসেন কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন,প্রাক্তন বিধায়ক আশিষ সাহা সহ এক ঝাঁক প্রদেশ নেতৃত্ব। এদিন সকালে ট্রেন যোগে পৌঁছান ধর্মনগরে। তারপর শহরে জেলা নেতৃত্বদের সাথে সাংগঠনিক আলোচনা করেন। তারপর সন্ধ্যা ছয়টা নাগাদ ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রে অর্থাৎ ধর্মনগর জেলা কংগ্রেস প্রাঙ্গণে এক ঐতিহাসিক যোগদান সভায় মিলিত হন সুদীপ,আশিষ।সেখানে ১৬৮ পরিবারের ৫৭০ জন ভোটার বিজেপি ও সিপিআই (এম) দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। তার মাঝে বিজেপি দল ছেড়ে ৩৭৫ জন ভোটার এবং সিপিআই (এম) দল ছেড়ে ১৯৫ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে সামিল। সেখানে ২০১৮ সালের ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের ইলেকশন এজেন্ট সৌরভ গোস্বামী সহ বিজেপি দলের একঝাঁক পদাধিকারী গন বিজেপি দল ত্যাগ করেন।নবাগতদের হাতে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরন করে নেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিনের পৃথক তিনটি যোগদান সভায় কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন,প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহার সাথে উপস্থিত ছিলেন প্রদেশ উত্তর জেলার ভারপ্রাপ্ত জেলা সভাপতি পঙ্কজ দে,বাগমা বিধানসভার কংগ্রেস নেতা টিটন পাল,প্রানজিৎ রায়, উত্তর জেলার মহিলা নেতৃ দিপ্তী রায়,কংগ্রেস নেতা আব্দুল বাছিত খান সহ প্রদেশ,জেলা ও বিধানসভা স্তরীয় একঝাঁক নেতৃত্ব।এদিকে ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যোগদান সভার প্রধান অতিথি তথা বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য