১৫ দিন ধরে আমরণ অনশন মঞ্চে বসে ও এখনো দাবি আদায় করতে পারছেন না ১০৩২৩ চাকরিচুত্য শিক্ষকরা, কিন্তু রাষ্ট্রবাদী সরকারের অনুকূলে থাকা সত্ত্বেও তাদের আন্দোলন নিয়ে বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছেন রাষ্ট দলের কিছু নেতৃত্বরা তারা বলছেন সিপিএমের মদত পোস্ট ১০৩২৩। বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনে আমরণ অনশন মঞ্চে সাংবাদিক সম্মেলন করেন চাকরিচুত্য ১০৩২৩ শিক্ষকরা। সাংবাদিক সম্মেলনে চাকরি চুত্য শিক্ষক সংঘঠন এর নেতা প্রদীপ বনিক বলেন আহ থেকে তাদের অনশন মঞ্চে যোগ দেবেন সর্বভারতীয় কলেজ ও ইউনিভার্সিটির সংগঠনের সাধারণ সম্পাদক আগামী পাঁচ তারিখ পর্যন্ত এই অনশন মঞ্চে থাকবেন পাশাপাশি তিনি তাদের বর্তমান পরিস্থিতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নিকট দাবি রাখেন তাদের অতিসত্বর চাকরির স্থায়ী সমাধান করার নিয়ে।



