ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য রাজধানীর পশ্চিম থানার পুলিসের। বলা চলে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে দেদার বিক্রি হচ্ছে ড্রাগস। পুলিস প্রশাসন এর বিরুদ্ধে অভিযান চালালেও দমাতে পারছেনা নেশার কারবার। বৃহস্পতিবার ফের গোপন খবরের ভিত্তিতে রাজধানীর পশ্চিম থানার পুলিশ অভিযান চালায় লঙ্কামুড়া এলাকার শঙ্কর সরকারের বাড়িতে। তার স্কুটি থেকে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তার করা হয় শঙ্কর সরকারকে। এদিন সংবাদমাধ্যমকে পুলিশ আধিকার অজয় কুমার দাস অভযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালায় এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় ধৃতকে। তাছাড়া মহকুমা পুলিস আধিকারিক আরও জানান, এর সঙ্গে অন্য যারা যুক্ত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।



