- মঙ্গলবার বিকেল চারটানাগাদ খোয়াইয়ের সোনাতলা এলাকায় এক বাইক আরোহীকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।তাতে আহত হয় এক পরিবারের চারজন। এই দুর্ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা গাড়িতে করে আহতদের নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। আহতদের মধ্যে রাখি দত্তের 28 এর অবস্থা আশঙ্কা জনক। উনার ডান পাটি ভেঙ্গে দেহ থেকে ৯০ ভাগ আলাদা হয়ে যায়। একই রকম ভাবে উনার স্বামী দিব্যেন্দু পাইনকার 36 ডান হাতের আঙ্গুলগুলো ভেঙ্গে গুড়িয়ে যায়। এই পরিবারের সাত বছরের শিশু কন্যা আরোহী দত্তের হাতেও প্রচন্ড আঘাত লাগে। অপর আহত কিশোরী দিব্যেন্দু পাইনকার বোন স্মৃতি সরকার 15 পায়ে আঘাত পায়। বিকেল সাড়ে চারটা নাগাত খোয়াই জেলা হাসপাতাল থেকে আহত স্বামী ও স্ত্রীকে পাঠানো হয় জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য। উক্ত ঘটনাটির বিবরণ দিয়ে কিশোরী আরোহী দত্ত জানায় তাদের বাড়ি গৌরাঙ্গটিলা এলাকায়। তারা চার জন একটি বাইকে করে খোয়াই থেকে গৌরাঙ্গটিলায় নিজ বাড়িতে যাচ্ছিল। রাস্তায় সোনাতলা এলাকায় একটি গাড়ি তাদের বাইকটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় তাই কেউ গাড়ির নম্বরটি উদ্ধার করতে পারেনি।



