সোমবার রাজ্যের প্রশিক্ষণ প্রাপ্ত বেকার ANM/MPW & STAFF NURSE – র যৌথ উদ্যোগে নিয়োগের দাবিতে মহাকরণ অভিযান কর্মসূচী পালন করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশিক্ষণ প্রাপ্ত বেকার ANM/MPW & STAFF NURSE – রা বলেন রাজধানীর জিবি হাসপাতাল staff nurse এর অভাবে ভুগছে, রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীকে বারংবার বলার সত্বেও আমাদের নিয়োগ করছে না, তাই একপ্রকার বাধ্য হয়েই আজকের মহাকরন অভিযান বলে জানান।



