তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কল্যাণপুর এবং কৃষ্ণপুরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বন্য হাতির দল তাণ্ডব চালায়। বলতে দ্বিধা নেই হাতির তাণ্ডবে গোটা এলাকার আর্থসামাজিক ব্যবস্থার উপর দীর্ঘদিন ধরেই আঘাত নেমে আসছে। প্রতিনিয়ত হাতির আক্রমণের শিকার হয়ে কল্যাণপুর, কৃষ্ণপুর ইত্যাদি বিভিন্ন এলাকায় অনেকের দুর্ভাগ্যজনক মৃত্যু যেমন হয়েছে এর পাশাপাশি বরাবর মানুষের বাঁচার সামনে প্রশ্ন চিহ্ন তৈরি করে চলেছে এই হাতির তাণ্ডব।
প্রতিবারই যখন কোন না কোন ঘটনা সংঘটিত হয় তখন বন দপ্তর কিংবা প্রশাসন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় , কিন্তু আদতে বাস্তবিক অর্থে কতটুকু কি ব্যবস্থা গ্রহণ হয় তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। গতকাল আরো একবার কল্যানপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের ছনখলা গ্রামের বন্যহাতির দল তাণ্ডব চালায়, এক লহমায় গোপাল মল্লিক সহ বেশ কয়েকজনের কৃষিজমি এবং রাবার বাগানের উপর ধ্বংস লীলা নামিয়ে আনে ১৫ থেকে ১৬ টি হাতির সম্মিলিত দল। আমাদের সাথে কথা বলার সময় জনৈক ক্ষতিগ্রস্ত গ্রামবাসী অভিযোগ করেন দিনের পর দিন হাতির আক্রমণ চলে আসলেও দপ্তর বা প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি আরো অভিযোগ করেন লোকমুখে হাতি মোকাবেলায় ভলান্টিয়ারদের অস্তিত্বের কথা শুনলেও সংশ্লিষ্ট এলাকায় কেউ কোনদিন ভলান্টিয়ারদের দেখা পায়নি, পাশাপাশি হাতির আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রশাসনের কাছে এলাকাবাসী হিসেবে দাবী জানানোর পাশাপাশি শ্রী মল্লিক হাতির আক্রমণের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে সরকার সাহায্য সহযোগিতা করে সেই বিষয়েও আবেদন রাখলেন।।



