ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিক পবন পোদ্দার এবং ব্রতীন ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুড়া ডাক বাংলোতে। এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এছাড়াও ছিলেন তেলিয়ামুড়া পৌরপিতা রূপক সরকার, সহ পৌরপিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়ার বিশিষ্ট সংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোরঞ্জন গোপ সহ টি.জে.ইউ খোয়াই জেলার সভাপতি গোপেশ রায় সহ তেলিয়ামুড়া মহকুমা কমিটির সমস্য’রা। তাছাড়া প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকেও এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে একে একে সকলে তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিক যথাক্রমে পবন পোদ্দার ও ব্রতীন ভট্টাচার্যের স্মরণে কিছু আলোচনা রাখেন। তিনি বলেন,, সাংবাদিকতা… পবন পোদ্দার, পবন পোদ্দার…. সাংবাদিকতা একে অপরকে ছাড়া যেন কোথাও যথার্থতা খুঁজে পাওয়া যেত না। পবন পোদ্দার যখন সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তখনকার সময়ের পরিস্থিতি বর্তমান সময় থেকে অনেকটাই কন্টকাকীর্ণ ছিল। অপরদিকে ব্রতীন ভট্টাচার্যের লেখনীর জাদু ছিল অনবদ্য। তাছাড়া সাংবাদিক ব্রতীন’কে বিধায়িকা সেই ছোট্ট থেকে চিনতেন, বিধায়িকার সঙ্গে দুদিনের সম্পর্ক অনেকটা মা ছেলের মতো। তিনি বলেন,, ব্রতীন শুধু একজন সাংবাদিকই নন ছিলেন একজন দক্ষ কবিতা লেখক এবং একজন গায়ক। অল্প কিছুদিনের মধ্যেই সাংবাদিক ব্রতীন নিজের জাতের জানান দিয়েছিল।
তবে যাই হোক দেখতে দেখতে পবন পোদ্দার নেই দু’বছর হয়ে গেল, ব্রতীন ভট্টাচার্য নেই এক বছর হয়ে গেল। পবন পোদ্দারের মৃত্যুতে অভিভাবকহীনতায় ভুগছে বর্তমানে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির কর্তব্যরত সাংবাদিকেরা।



