দিন দিন পাহাড়ে তিপ্রামথা দলের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ। এবার বুবাগ্রার তিপ্রামথা দলত্যাগ করে এক ঝাঁক ভোটার যোগ দিল বিজেপিতে। রবিবার, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৮ মুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায় বিজেপির ১০ নং বুথে এক উঠান সভার মধ্য দিয়ে ১৭ পরিবারের ৪৭ জন জনজাতি ভোটার তিপ্রামথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা, বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি টুটন দেব সহ অন্যান্যরা। বিজেপি দলের এদিনের এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্বরা পাহাড়ে তিপ্রামথা দলের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে একরাশ ক্ষুভ উগড়া দেয়। তাছাড়া উপস্থিত নেতৃত্ব আরো বলেন প্রতিনিয়ত গোটা রাজ্যেই স্ব-শাসিত জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন এলাকায় মানুষজন তিপ্রামথা দলের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বিজেপি দলে যোগদান করছে। আগামী দিনেও পাহাড়ে একের পর এক যোগদান অব্যাহত থাকবে বলে জানায় উপস্থিত নেতৃত্বরা। কিন্তু, আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ১৮ মুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায় অনুষ্ঠিত এদিনের এই যোগদান সভা বিজেপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রস হবে বলে ধারণা রাজনৈতিক মহলের। এ দিন এই যোগদান সভায় উপস্থিত মানুষজনদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।।



