Friday, December 5, 2025
বাড়িখবররাজ্য৪৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডি ওয়াই এফ আই এর রক্তদান শিবির

৪৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডি ওয়াই এফ আই এর রক্তদান শিবির

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 43 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার নতুন নগর সিপিআইএম পার্টি অফিসে ডি ওয়াই এফ আই নতুন নগর অঞ্চল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের এক নেতৃত্ব জানান আজকের এই দিনে পাঞ্জাবে লুধিয়ানা শহরে তিন দিনব্যাপী এক সম্মেলনের মধ্য দিয়ে ডিওয়াইএফআইয়ের পথ চলা শুরু হয় এবং সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সকলের জন্য কাজ সকলের জন্য শিক্ষা। কিন্তু সংগঠন প্রতিষ্ঠা হওয়া থেকে শুরু করে আজ অবধি একই জিনিসের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, দেশের উপর মহলে যে অবস্থা আমাদের রাজ্যেও একই অবস্থা, বিশেষ করে জনসাধারণের পরিষেবার সাথে জড়িত দপ্তর গুলো যেমন রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থায় পরিণত হয়েছে ঠিক তেমনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও বেহাল অবস্থায় রয়েছে। তাই আজ 43 তম প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে রাজ্যের আপামর জনসাধারণের কাছে একটি বার্তা ছড়িয়ে দিতে চাইছেন তা হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে এবং ভেঙে পড়ার স্বাস্থ্য ব্যবস্থা হাল ফেরাতে সবাইকে এগিয়ে আসার প্রয়োজন বলে। তাছাড়া সংগঠন জন্মলগ্ন থেকে যে দাবি নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে আসছে আগামী দিনেও এই একই দাবি নিয়ে দল এই সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। এদিনের কর্মসূচিতে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য