ফের এক সপ্তাহের মধ্যে ঊনকোটি জেলায় নাবালিকা ধর্ষন। গত ঊনিশ অক্টোবর কুমারঘাটের পর এবার ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানী থানার অন্তর্ভুক্ত এলাকার এক নাবালিকা ধর্ষন হয়েছে। এই নাবালিকা ধর্ষনের ঘটনায় গোটা ঊনকোটি জেলায় তীব্র আতংক বিরাজ করছে। ঘটনার বিস্তারিত ভাবে জানাতে গিয়ে ইরানি থানার ওসি জাহাঙ্গীর হোসেন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, কৈলাসহর থানার অন্তর্ভুক্ত ইসবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাখির বাজার গ্রামের বাসিন্দা আহিদ আলী গত পঁচিশ অক্টোবর মংগলবার বিকেলে ইরানি থানার অন্তর্ভুক্ত এলাকার এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। রাতভর ধর্ষন করে ছাব্বিশ অক্টোবর নাবালিকাকে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। নাবালিকা নিজ বাড়িতে এসে মা বাবাকে সমস্ত ঘটনা বলার পর নাবালিকার মা ইরানি থানায় ছাব্বিশ অক্টোবর আহিদ আলীর নামধাম দিয়ে লিখিত মামলা করে। পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে নাবালিকার মেডিকেল পরীক্ষা করে অভিযুক্ত আহিদ আলীকে ছাব্বিশ অক্টোবর রাতে গ্রেফতার করে। অভিযুক্ত আহিদ আলী নাবালিকাকে অপহরণ করে কৈলাসহরের হালাইছড়া এলাকায় নিয়ে এক নির্জন জায়গায় ধর্ষন করেছে বলে ওসি জানান। থানায় পুলিশের জেরায় অভিযুক্ত আহিদ আলী ঘটনার স্বীকার করেছে বলেও ওসি জাহাঙ্গীর হোসেন জানান। অভিযুক্ত আহিদ আলীকে পুলিশ সাতাশ অক্টোবর দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। অভিযুক্ত আহিদ আলী একজন বিবাহিত এবং আহিদ আলীর একটি পুত্র সন্তানও রয়েছে বলে জানা যায়। আহিদ আলী বিরুদ্ধে যে মামলাটি নেওয়া হয়েছে সেই মামলাটির নম্বর হলো 85/2022/irani ps. এবং 363, 373 & posco. গত এক সপ্তাহের মধ্যে ঊনকোটি জেলায় ফের নাবালিকা ধর্ষনের ঘটনায় জনমনে তীব্র উত্তেজনা বিরাজ করছে।



