বৃহস্পতিবার সন্ধ্যা ওয়ালফেয়ার সোসাইটির উদ্যোগে পবিত্র ভাতৃদ্বিতীয়ার পুর্নলগ্নে পৃথিবীর সকল ভাই ও বোনের সম্পর্ক চিরন্তন করে রাখতে বিধায়ক সুদীপ রায় বর্মনের বাসভবনে বিধায়ককে ভাইফোঁটা দেন সংস্থার বোনেরা। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান বর্তমানে রাজ্যের মা-বোনেদের উপর যে সমস্ত নির্যাতন চলছে তা অত্যন্ত নিন্দনীয় এবং যারা প্রকৃত দোষী তাদের কোন রাজনৈতিক রং, জাত কিংবা ধর্ম হয় না, এদেরকে সকলে মিলে যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছাতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।



