খোয়াই জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টারের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপিত হল রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন এর হাত দিয়ে।
বুধবার দুপুরে ধলাবিল স্থিত জেলা স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের বিপরীত পাশে জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। এছাড়াও অনুষ্ঠানের মঞ্চ উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, প্রশান্ত দেববর্মা, নির্মল বিশ্বাস, জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, জেলাশাসক ডি কে চাকমা, গ্রামীণ এবং পঞ্চায়েত রাজ দপ্তরের সচিব সন্দ্বীপ রাঠোর সহ অন্যান্যরা। এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ভারী মাত্রায় মা ও বোনেদের উপস্থিতিতে বলেন রাজ্যের সার্বিক উন্নয়নে মা ও বোনেরা যথেষ্ট সচেতন । রাজ্য সরকারের উন্নয়নের কাজকর্মগুলো তুলে ধরে তিনি বলেন রং বিচার করে এ সরকার কাজ করে না। রাজ্যের অগ্রগতির কাজে কোন রং দেখা হয়না। সমাজের প্রত্যেকটি মানুষের জন্য সরকার কাজ করছে সমাজ ও সরকার একসঙ্গে মিলে। এই অনুষ্ঠানের মধ্যে প্রতি ঘরে সুশাসন মেলা আয়োজন করায় তিনি বলেন এই মেলার অর্থ হচ্ছে রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। তিনি বলেন রাজ্য সরকার গত এক বছরে সারা রাজ্যে দু লক্ষ 25 হাজার সরকারি ঘর প্রদান করে সারা ভারতবর্ষের মধ্যে একটা রেকর্ড তৈরি করেছে। উপ মুখ্যমন্ত্রীর দাবি যদি গ্রাম উন্নত হয় তবেই শহরের উন্নয়ন সম্ভব। সবকটা সরকারি দপ্তর ছুটে যাবে সাধারণ মানুষের দরজায়। এটাই নতুন সরকারের প্রথম কাজ। অনুষ্ঠান শেষে রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিষ্ণু দেব বর্মন বৈদ্যুতিক বোতাম টিপে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। এছাড়া অনুষ্ঠান মঞ্চের চারিদিকে বিভিন্ন দপ্তরের বিভিন্ন ধরনের স্টল খোলা হয়। সেই স্টলগুলোর ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন এবং স্টল গুলি পরিদর্শন করেন।



