জানা যায়, কল্যাণপুর বীর চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা কিরণ তাঁতির ১৬ বছর বয়সি দশম শ্রেণীতে পড়ুয়া পুত্র শংকর তাঁতি বড় ভাইয়ের স্কুটি নিয়ে রাত প্রায় বারোটা নাগাদ কল্যানপুর থানা এলাকার শান্তিনগর গারু বাড়ি এলাকায় জেটাতো ভাইকে পৌঁছে দেওয়ার জন্য যায় দুজন মিলে। একটা সময় গুংরাইছড়া এলাকায় কুয়াশাচ্ছন্ন রাত্রির কারণে সজুড়ে গুংরাইছড়া ব্রিজে স্কুটিতে ধাক্কা মারে । স্কুটি থেকে ছিটকে পড়ে যায় শংকর তাঁতি নামের ছেলেটি । বাইকে থাকা অপর যুবক বীরেন্দ্র তাতি ও আহত হয় । বীরেন্দ্র তাঁতি পথ চলতি মানুষকে সাহায্য করতে বলে, সেই সময়ে কল্যাণপুর থানার পুলিশ ওইদিকে টহলদারের চালায় তখন বাজে ঘড়ির কাঁটা প্রায় তিনটা । আহত দুজনকে পুলিশ হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসে। আহতদেরকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানায়,,,, শংকর তাঁতি ওই নাবালকের মৃত্যু হয়েছে । আজ অর্থাৎ বুধবার দিন ময়নাতদন্তের পর পরিবারদের লোকের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।
স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে ১৬ বছর বয়সী নাবালকের মৃত্যুর ঘটনায় গোটা কল্যাণপুর জুড়ে গভীর শোকের ছায়া বিরাজ করছে।।



