Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদস্কুটি দুর্ঘটনায় মধ্যরাতে মৃত্যু ১ নাবালকের। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে কল্যাণপুর...

স্কুটি দুর্ঘটনায় মধ্যরাতে মৃত্যু ১ নাবালকের। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে কল্যাণপুর থানা এলাকার খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর গুংরাইছড়া ব্রিজে।

জানা যায়, কল্যাণপুর বীর চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা কিরণ তাঁতির ১৬ বছর বয়সি দশম শ্রেণীতে পড়ুয়া পুত্র শংকর তাঁতি বড় ভাইয়ের স্কুটি নিয়ে রাত প্রায় বারোটা নাগাদ কল্যানপুর থানা এলাকার শান্তিনগর গারু বাড়ি এলাকায় জেটাতো ভাইকে পৌঁছে দেওয়ার জন্য যায় দুজন মিলে। একটা সময় গুংরাইছড়া এলাকায় কুয়াশাচ্ছন্ন রাত্রির কারণে সজুড়ে গুংরাইছড়া ব্রিজে স্কুটিতে ধাক্কা মারে । স্কুটি থেকে ছিটকে পড়ে যায় শংকর তাঁতি নামের ছেলেটি । বাইকে থাকা অপর যুবক বীরেন্দ্র তাতি ও আহত হয় । বীরেন্দ্র তাঁতি পথ চলতি মানুষকে সাহায্য করতে বলে, সেই সময়ে কল্যাণপুর থানার পুলিশ ওইদিকে টহলদারের চালায় তখন বাজে ঘড়ির কাঁটা প্রায় তিনটা । আহত দুজনকে পুলিশ হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসে। আহতদেরকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানায়,,,, শংকর তাঁতি ওই নাবালকের মৃত্যু হয়েছে । আজ অর্থাৎ বুধবার দিন ময়নাতদন্তের পর পরিবারদের লোকের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।
স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে ১৬ বছর বয়সী নাবালকের মৃত্যুর ঘটনায় গোটা কল্যাণপুর জুড়ে গভীর শোকের ছায়া বিরাজ করছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য