রানীবাজার থানার অন্তর্গত লেম্বুছড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী রেলের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় সুমা তাঁতি নামে ২৫ বছরের এক গৃহবধূর। জানা যায় ওই গৃহবধূ রেললাইন পার হয়ে বাড়িতে যাওয়ার পথে দ্রুতগামী একটি রেল আসে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধুর। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রানীবাজার থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। গৃহবধূ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার পরিবারের লোকজনরা ঘটনাস্থলে এসে গৃহবধূ মৃতদেহটি দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীরা উত্তেজিত হয়ে মৃতদেহটি নিয়ে আন্দোলন শুরু করে। তারা জানান ওই এলাকাতে একটি ওভারব্রিজ করার দাবি ছিল দীর্ঘদিন যাবত কিন্তু এখন অব্দি তাদের দাবি পূরণ করা হয়নি। পরে পুলিশের আশ্বাস পেয়ে মৃতদেহটি ছাড়া হয়।



