Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকল্যাণপুর থানা পুলিশের হাতে আটক এক মদ পাচারকারী

কল্যাণপুর থানা পুলিশের হাতে আটক এক মদ পাচারকারী

গোটা বিশ্বের সাথে সাথে ভারতবর্ষের ছোট্ট রাজ্য ত্রিপুরার গ্রাম থেকে পাহাড় সর্বত্র শ্যামামায়ের আরাধনা তথা দীপাবলীর উৎসবে মাতোয়ারা হয়ে উঠবে, বলা চলে এই আলোর উৎসবে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলোকিত হয়ে ওঠে। আর এই আলোর উৎসবের আগ্ মুহূর্তে রবিবার রাতে খোয়াই জেলার কল্যাণপুর থানা পুলিশের হাতে আটক এক মদ পাচারকারী, যার নাম আরুল দেব্বর্মা ওর বয়স আনুমানিক ২৩বছর বলে জানিয়েছেন কল্যাণপুর থানার ডিউটিরত অফিসার প্রেমজিৎ রায়। জানা যায়, অন্যান্য দিনের মতো কল্যাণপুর থানা পুলিশের পুলিশ বাবুরা রবিবার রাতে মোবাইল পেট্রোলিং এ বেড় হয় সেই সময় ওনাদের কাছে খবর আসে যে কল্যাণপুর বাগান বাজারের রাস্তা ধরে কিছু বেআইনি মদ একটি বাইক যোগে পাচার করছে, সেই খবর মোতাবেক ওই বাইকটিকে ধাওয়া করে কল্যাণপুর থানার মোবাইল পেট্রোলিং -এ থাকা পুলিশ বাবুরা। একটা সময় ধাওয়া করতে করতে কল্যাণপুর থানা এলাকার বাগান বাজার পাড় হয়ে আমতলী এলাকায় গিয়ে ওই এলাকার স্থানীয় কিছু লোকজনদের সহযোগিতায় বাইকটি সহ কিছু অবৈধ বেআইনি মদ ও সেই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে কল্যাণপুর থানায়। যদিও অন্যদিকে আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের লোকজনেরা একই সময় আলোর উৎসবে আলোকিত হতে কল্যাণপুর থানা চত্বরও সেজে উঠেছে, তার মাঝেও কল্যাণপুর থানা পুলিশের এই ধরনের সফল অভিযান শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল সাধুবাদ জানাচ্ছেন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য