Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদীপাবলি উৎসবের প্রস্তুতি মুঙ্গিয়াকামী মঙ্গলাশ্রমে

দীপাবলি উৎসবের প্রস্তুতি মুঙ্গিয়াকামী মঙ্গলাশ্রমে

অন্যান্য বছরের ন্যায় এবারও মহা সারম্বে প্রস্তুতি শুরু দেওয়ালী উৎসব মুঙ্গিয়াকামীর মঙ্গলাশ্রমে। রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসতে শুরু করবে। এই আশ্রমে ত্রিপুরেশ্বরী দেবির পুজো হয় শুভ দ্বীপাবলির দিনে। এই পুজোর অঙ্গ হিসেবে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর দিনে রাত যত গভীর হতে থাকে মঙ্গলাশ্রমের পূন্যভুমি দর্শনার্থীদের ভীরে জমজমাট হয়ে উঠে। পুজোর দিনগুলিতে মায়ের উদ্যেশ্যে চলে রাজ্যবাসসীর মঙ্গলার্থে বলি। জানা যায় ত্রিপুরা রাজ্যের মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের আদলে প্রতিষ্ঠিত এই মন্দিরে দীর্ঘবছর ধরে চলে আসছে এই উৎসব। মন্দিরের এক অচাই সূত্রে জানা যায়, প্রায় শতাধীক বছর পূর্বে কোন এক আদিবাসীর স্বপ্নে মায়ের প্রতিমা স্বরুপ কষ্টি পাথর আবিষ্কার করে। তৎকালীন সময় থেকে ছোট্ট একটা বাঁশের ঘরে চলে আসছিল মায়ের পুজো। সাল ২০০৬ সালে স্বপ্নে পাওয়া সেই কষ্টি পাথরটিকে মাতা ত্রিপুশ্বরী মায়ের রূপ দেওয়া হয়। সেই সময়েই ত্রিপুরেশ্বরী মন্দিরের আদলে একটি মন্দির স্থাপিত হয়। তখন থেকেই এই মন্দিরে স্বারম্বে চলে আসছে দ্বীপাবলী দুই দিন ব্যাপী উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দ্বীপাবলীর আগের রাত থেকেই আসতে শুরু ভক্তরা। এবছর স্থাপিত মন্দিরে ১৬ তম বছরের পুজো বলে জানান এক অচাই। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের একটি বিশেষ অঙ্গ হল মন্দিরের উচ্চতা সম স্থানে টং ঘর বানিয়ে সেই উচ্চতায় শতাধিক সাধু সন্যাসীর দ্বারা মহাযজ্ঞ অনুষ্ঠান। রাতে সেই যজ্ঞ অনুষ্ঠান উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রান ভক্তদের সমাগম হয় বলে জানান উৎসব কমিটির সদস্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য