“হর দিন হর ঘর আয়ুর্বেদ” এই লক্ষ্যমাত্রা কে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে রবিবার রাজধানীর রবীন্দ্রভবনের সামনে থেকে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পাঁচ হাজার বছর পুরনো এই চিকিৎসাশাস্ত্র সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে জনসাধারণের সামনে তুলে ধরেন। এদিন সংবাদমাধ্যমকে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা জানান এই আয়ুর্বেদের সাথে দেশের কৃষ্টি সংস্কৃতি জড়িয়ে রয়েছে এবং দৈনন্দিন সুস্থভাবে জীবন যাপন করতে ও নীরোগ জীবন কাটাতে আয়ুর্বেদের ভূমিকা অপরিসীম। তাছাড়া এদিন তিনি আরো বলেন এই আয়ুর্বেদ দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক যে কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রভবনে তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পাশাপাশি এই অনুষ্ঠানে যোগদান করবেন এলাহাবাদ আয়ুর্বেদ ইউনিভার্সিটির ডেপুটি ডিন ও উত্তরাখণ্ড আয়ুর্বেদ ইউনিভার্সিটির ভাই চ্যান্সেলর শ্রী সুনীল কুমার জোশি উপস্থিত থাকবেন বলে। এদিনের কর্মসূচিতে আয়ুর্বেদ চিকিৎসকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



