বন্ধু মানেই ভালোবাসা সামাজিক সংস্থা’র মহতি উদ্যোগ। আগরতলা শহরের সিটি সেন্টার চত্বরে পথচলতি মানুষের মধ্যে মাটির প্রদীপ বিতরণ করা হলো। “মাটির প্রদীপ ব্যবহার করুন, মৃৎ শিল্পীদের সহায়তা করুন”- এই আহ্বানকে সামনে রেখে আজ বন্ধু মানেই ভালোবাসা সামাজিক সংস্থা’র পক্ষ থেকে আগরতলা শহরের সিটি সেন্টার চত্বরে মাটির প্রদীপ বিতরণ করা হয়। দেওয়া হয় সলতেও। এই রাজ্যের মৃৎশিল্পের সঙ্গে যুক্ত লোকেরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাই তাদের হাতে তৈরি প্রদীপ কিনে ব্যবহার করলে আলোর উৎসব দীপাবলির আনন্দ সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যেও সঞ্চারিত হয়। এই মহতি ভাবনাকে প্রাধান্য দিয়ে সংস্থার সদস্যরা আজ রিক্সা চালক, অটো চালক, টমটম চালক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে মাটির প্রদীপ বিতরণ করেছে।



