Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজনজাতি মোর্চার সম্পাদকের উপর প্রাণনাশক হামলার প্রতিবাদে জনজাতির মোর্চার সমর্থকরা রাস্তা অবরোধে...

জনজাতি মোর্চার সম্পাদকের উপর প্রাণনাশক হামলার প্রতিবাদে জনজাতির মোর্চার সমর্থকরা রাস্তা অবরোধে বসলো

রামচন্দ্র ঘাট মন্ডলের জনজাতি মোর্চার সম্পাদক এর ওপর প্রাণনাশক হামলা এবং তার বাড়িঘর ভাংচুরের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল 11 টায় ক্ষুব্দ জনজাতি মোর্চার সমর্থিতরা রাস্তা অবরোধ করল ধলা বিল চৌহমুনী এলাকায়। এই অবরোধের ফলে রাস্তার উভয় পাশে শত শত যাত্রীবাহী গাড়ি আটকে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে থানার পুলিশ সহ বিশাল নিরাপত্তা রক্ষী বাহিনী। জনজাতি মোর্চার নেতৃত্বদের অভিযোগ থানায় মথার দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আর তাতে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করল বিজেপি জনজাতির মোর্চার সমর্থিতরা। জনজাতি মোর্চার নেতৃত্তের অভিযোগ মথার দুষ্কৃতীরা ক্রমাগতভাবে বিজেপি সমর্থকদের বাড়িঘরে হামলা মারধর হুমকি প্রদর্শন ইত্যাদি চালিয়ে আসছে। রাস্তা অবরোধ কারীদের অভিযোগ মথার সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সোশ্যাল মিডিয়ায় মিষ্টি মিষ্টি কথা বলছেন আর বাস্তবে উনার দলের দুষ্কৃতীরা একের পর এক হিংসাত্মক ঘটনা সংঘটিত করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য