শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নব নিযুক্ত রাজ্য প্রভারী মহেন্দ্র সিং, উত্তর পূর্বাঞ্চলের কোর্ডিনেটর ডক্টর সম্বিত পাত্র এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবসহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন ২০২৩ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কি কি রণকৌশল অবলম্বন করা হবে এবং বিগত সাড়ে চার বছরে রাজ্য সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন গরিব মানুষের স্বার্থে তার রিপোর্ট কার্ড বানিয়ে প্রত্যেকটি জেলায় জেলায় মন্ডলে মন্ডলে পাঠিয়ে দেওয়া হবে তা যেন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তারপর কি রণকৌশল ঠিক করা হবে সে বিষয়ে আলোচনা করা হবে আজকের এই বৈঠকে বলে জানান।



