বৃহস্পতিবার আগরতলার ক্যান্সার হসপিটাল এরং দশরথ দেব মেমোরিয়াল যাত্রী নিবাসে সামনে মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়াটি মূলত প্রাকৃতিক দুর্যোগ হলে কিভাবে রক্ষা করা হবে নাগরিকদের তারই প্রদর্শনী দুর্যোগ মোকাবেলা বাহিনীদের। এদিন সারা রাজ্যের সাথে সদর মহকুমা সাব ডিভিশনালেও এই মহড়া করা হয়। এই মহড়ার মাধ্যমে যেমন প্রাকৃতিক দুর্যোগ হলে পরে মানুষকে কিভাবে সুরক্ষা দিয়ে বাঁচানো যায় ও কিভাবে প্রাকৃতিক দূর্যোগ হলে নিজেদের রক্ষা করা সে বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।



