৫১ রূপে শ্যামা মায়ের আরাধনা, ৩২ ফুট উচ্চতার শ্যামা মায়ের আরাধনার পর এবছর ১০১ রূপে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হচ্ছে তেলিয়ামুড়ার কালিটিলা যুব সংস্থা নামের একটি তেলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব। সে কারণেই বুধবার কালিটিলা স্থিত ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন করে এবারকার তাদের শ্যামা পূজোর থিম দর্শনার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ। উল্লেখ্য থাকে, তেলিয়ামুড়ার এই ক্লাবটি এ বছর ১৩ লক্ষ টাকা বাজেট নিয়ে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হচ্ছে। কালিটিলা যুব সংস্থা নামের এই ক্লাবটি প্রতিবছর তেলিয়ামুড়া বাসীর কথা মাথায় রেখে নিত্যনতুন কিছু তুলে ধরার চেষ্টা করে দর্শনার্থীদের আকৃষ্ট করার উদ্দেশ্যে। এ বছরও এর ব্যাতিক্রম নয়, এ বছর তারা ১০১ রূপে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হচ্ছে। কালিটিলা যুব সংস্থা নামের এই ক্লাবটি বরাবরই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করে থাকে শ্যামা পূজো’কে কেন্দ্র করে। এবছরও এলাকার কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, সহ গরিব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে তারা। তাছাড়া এলাকার বয়োজ্যেষ্ঠদের কথা মাথায় রেখে কালিটিলা স্কুল মাঠ প্রাঙ্গনে ২৫শে অক্টোবর “ভবের হাট” নামের বাউল ব্র্যান্ডের পরিচালনায় এক সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করছে তারা। সেইসঙ্গে যুবক থেকে বৃদ্ধ সকলের কথা মাথায় রেখে আগামী ৩১ শে অক্টোবর সেই মাঠ প্রাঙ্গনেই পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীত শিল্পী কেশব দে সহ, ব্যাঙ্গালোরের খ্যাতনামা সংগীত শিল্পীদের নিয়ে সঙ্গে ত্রিপুরার বহুল জনপ্রিয় “ন্যাশনাল রিদম” ব্র্যান্ডের পরিচালনায় তেলিয়ামুড়ার কালিটিলায় সাংস্কৃতিক অনুষ্ঠান’কে কেন্দ্র করে চাঁদেরহাট বসবে। বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে সমস্ত তথ্য তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ। তাদের আশা লক্ষ লক্ষ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে তাদের এই পুজো মণ্ডপ সহ সংস্কৃতি সন্ধ্যার আসর।



