Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএডিসি ভিলেজ এরিয়াতে কাউন্সিল ভোট করা দাবিতে মহকুমা চন্ডিপুর ব্লকের ভিডিওর নিকট...

এডিসি ভিলেজ এরিয়াতে কাউন্সিল ভোট করা দাবিতে মহকুমা চন্ডিপুর ব্লকের ভিডিওর নিকট ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা মাথা

অবিলম্বে ত্রিপুরা রাজ্যের প্রতিটি এডিসি ভিলেজ এরিয়াতে ভিলেজ কাউন্সিল ভোট করার দাবীতে ঊনিশ অক্টোবর বুধবার সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অধীনে চন্ডীপুর ব্লকের বিডিও -এর নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপ্রা মোথা ঊনকোটি জেলা কমিটি। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন এম.ডি.সি ধীরেন্দ্র দেববর্মা, ত্রিপ্রা মোথা ঊনকোটি জেলা কমিটির সভাপতি গিরেন্দ্র দেববর্মা, দলের চন্ডীপুরের ব্লক সভাপতি চন্দন সাহা, দলের জেলা কমিটির সদস্য বীরেশ্বর দেববর্মা, ত্রিপ্রা মোথা মহিলা সেলের ঊনকোটি জেলা কমিটির সভানেত্রী রেশমি দেববর্মা সহ আরও অনেকে। চন্ডীপুর ব্লকের বিডিও-এর নিকট ডেপুটেশন দেওয়ার পূর্বে চন্ডীপুর ব্লকের ফূড গোডাউন প্রাংগন থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল শুরু করে চন্ডীপুর ব্লকের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এম.ডি.সি ধীরেন্দ্র দেববর্মার নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল বিডিও-এর নিকট ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশনকে কেন্দ্র কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথের নেতৃত্বে বিশাল পুলিশ, টি.এস.আর এবং সি.আর.পি.এফ বাহিনী চন্ডীপুর ব্লক প্রাংগনে মজুত ছিলো। ডেপুটেশন শেষে এম.ডি.সি ধীরেন্দ্র দেববর্মা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন যে, বিজেপি দলের নেতারা নিজেরা দাবী করে উনারা পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবী করে। উনারা গনতন্ত্র বিশ্বাসী দল। অথচ, বিজেপি দল রাজ্যের এডিসি এরিয়াতে ভিলেজ কাউন্সিল ভোট করতে ভয় পায়। অথচ ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের নির্দেশ থাকা স্বত্বেও আজ অব্দি রাজ্য সরকার কিংবা রাজ্যের নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না
Byte- ধীরেন্দ্র দেববর্মা (এম.ডি.সি)

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য