বুধবার সকালে ধর্মনগরে এলেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় মুখপাত্র তথা উত্তর-পূর্বাঞ্চলের সংযোজক সম্বিত পাত্রা। তিনি ধর্মনগর এসে ধর্মনগর থানা রোড স্থিত রংমহলের কনফারেন্স হলে বিজেপির জেলা স্তরের কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা করেন । বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত দে জানান তিনি মূলত আসন্ন বিধানসভা নির্বাচন কে সামনে রেখে জেলা স্তরের সাংগঠনিক আলোচনা পর্যালোচনার জন্যই এসেছে। উনার সাথে ছিলেন রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছিলেন বিজেপি প্রদেশ সম্পাদক কিশোর বর্মন। বুধবার সকাল ১১ টা নাগাদ ধর্মনগর বটোরসি স্তিত হেলিপ্যাড থেকে উনাকে স্বাগত জানান ধর্মনগর এর বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ,সাথে ছিলেন উত্তর জেলার বিজেপির সভানেত্রী বিধায়িকা মলিনা দেবনাথ সহ বিজেপির অন্যান্য নেতৃত্বেরা। সেখান থেকে একটি বাইক রেলের মাধ্যমে আগত নেতৃত্বদের রংমহলে নিয়ে আসা হয়, সেখানে শুরু হয় তাদের সাংগঠনিক আলোচনা সভা।



