Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআবারো নেশার বিরুদ্ধে সচেতন ভূমিকায় এলাকাবাসী। ড্রাগস সহ এক যুবককে আটক করে...

আবারো নেশার বিরুদ্ধে সচেতন ভূমিকায় এলাকাবাসী। ড্রাগস সহ এক যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়, ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায়

জানা যায়, মঙ্গলবার দিন চামপ্লাই এলাকার এলাকাবাসীরা সন্দেহমূলক এক যুবক কে একটি টমটম সহ আটক করে এবং ওই যুবকের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ১৩ টি ব্রাউন সুগারের কৌটো। পরবর্তীতে এলাকাবাসীর ওই যুবককে উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ কে খবর দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, ওই যুবকের নাম ওই যুবকের নাম মিটন নম, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়। ঐ যুবক দীর্ঘদিন ধরেই মরণ নেশা ড্রাগস সেবন এবং বিক্রির সঙ্গে যুক্ত রয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ। ওই যুবক জানায়,,, ধনরাজ সরকার নামের এক যুবকের কাছ থেকে সে এই ড্রাগসের কৌটাগুলি ক্রয় করেছে ড্রাগস সেবন করার জন্য। পরবর্তীতে ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবক এবং ১৩ কোটা ব্রাউন সুগার সহ ওই যুবকের সঙ্গে থাকা TR 06 ER 0510 নম্বরের একটি টমটমকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়।
এলাকাবাসীরা জানায়,,, এলাকার যুব সমাজ দিন দিন নেশার কোরাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে। এলাকাবাসীদের দাবি নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার্থে যেন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য