গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর পূর্ব থানার পুলিশ খবর পায় যে রাজধানীর মঠ চৌমুহনী এলাকায় বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। এই খবরের উপর ভিত্তি করে রাজধানীর পূর্ব থানা এবং পূর্ব মহিলা থানার যৌথ উদ্যোগে হানা দেয় রাজধানীর মঠ চৌমুহনী এলাকার বাসিন্দা শিশির কুমার বনিকের বাড়িতে। তাতে রাজধানীর পূর্ব থানার পুলিশ শিশির কুমার বণিকের পুত্র সৌম্যব্রত বণিকের কাছ থেকে উদ্ধার করেন ব্রাউন সুগার ও অবৈধ ফরেন লিকার। এদিন পুলিশ সৌম্যব্রত বণিককে আটক করে থানায় নিয়ে আসেন এবং এদিন সংবাদমাধ্যমকে এসডিপিও অজয় কুমার দাস জানান অভিযুক্ত সৌম্যব্রত বণিক কে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে বলে।



