Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যদীপাবলি কে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে বিবেকনগরিত রামকৃষ্ণ মিশন আশ্রম

দীপাবলি কে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে বিবেকনগরিত রামকৃষ্ণ মিশন আশ্রম

দিওয়ালি, যা দীপাবলি নামেও পরিচিত, হিন্দুদের একটি উল্লেখযোগ্য উৎসব, যা ধনতেরাস থেকে শুরু করে ভাইয়া ফোটা পর্যন্ত পাঁচ দিনের দীর্ঘ উৎসবকে ঘিরে রেখেছে। এর উদযাপন সমগ্র ভারত, নেপালের কিছু অংশ এবং বিশ্বের বিভিন্ন অংশে প্রসারিত। দীপাবলী শব্দের অর্থ প্রদীপের মালা। যার কারণে দীপাবলিকে আলোর উত্সব হিসাবে চিহ্নিত করা হয়। দেওয়ালি অন্ধকারের উপরে আলোর বিজয়ের ইঙ্গিত দেয়, মন্দের উপরে ভালোর জয় চিত্রিত করে। এই বিশ্বাসকে পাথেয় করে রাজধানীর বিবেক নগর স্থিত রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। যার মাধ্যমে দর্শনার্থীরা মার দর্শন থেকে শুরু করে আশ্রমের আয়োজিত নানান অনুষ্ঠান উপভোগ করতে পারবেন কেননা এই উৎসব উপলক্ষে আশ্রমের পক্ষ থেকে আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আশ্রম চত্বর। বলা বাহুল্য আলুর উৎসব দীপাবলি কে কেন্দ্র করে আশ্রমের পক্ষ থেকে ঘোষিত বিভিন্ন অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন চত্বরে ভক্ত সমাগমের সাক্ষী রাখতে চলেছে। এই আলুর উৎসব দীপাবলিতে অশুভের পরাজয় এবং শুভের জয় যেন সাধারণ ভক্তজনের জীবনে উন্নয়নের আলো নিয়ে আসে এমনটাই প্রত্যাশা আশ্রম কর্তৃপক্ষের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য