Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএস এফ আই এর রাজ্য সম্মেলনকে সার্থক করার লক্ষ্যে খোয়াইয়ের ছাত্র যুবাদের...

এস এফ আই এর রাজ্য সম্মেলনকে সার্থক করার লক্ষ্যে খোয়াইয়ের ছাত্র যুবাদের রেলি সংগঠিত করা হয়

খোয়াই প্রতিনিধি 14ই অক্টোবর… শনিবার সন্ধ্যায় খোয়াই এস এফ আই মহকুমা কমিটির উদ্যোগে এক ছাত্র যুবাদের এক রেলি অনুষ্ঠিত হয় খোয়াই শহরের বিভিন্ন এলাকাতে। মূলত তাদের কর্মসূচি হল আগামী ১৭-১৮ অক্টোবর দুই দিনব্যাপী আগরতলা টাউন হলে এস এফ আই এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে একে কেন্দ্র করেই এই রেলির আয়োজন। ওই সম্মেলনকে সফল করার লক্ষ্যে খোয়াইয়ের সমস্ত অংশের ছাত্র যুবায়ের কাছে এই কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই রেলির আয়োজন। এই রেলিটি শুরু হয় খোয়াই সুভাষ পার্ক স্থিত অঞ্চল কমিটির কার্যালয় থেকে। এই রেলিটি অঞ্চল কার্যালয় থেকে শুরু করে খোয়াই জিপ স্ট্যান্ড সুভাষ পার্ক ও টিকেডিকে রোড হয়ে আবার অঞ্চল কার্যালয়ে এসে সমাপ্তি হয়। এই কর্মসূচিতে মিছিলের সামনের সারিতে ছিলেন এস এফ আই খোয়াই মহকুমা কমিটির বিভাগীয় সভাপতি নারায়ন নম দাস, বিভাগীয় সম্পাদক প্রিয়তোষ দেব,এস এফ আই রাজ্য কমিটির সদস্য সমীর দেবরায় সহ অন্যান্যরা। এখানে মূখ্য বিষয়টি হচ্ছে রাজ্যে আগামী ২০২৩শের বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে সব কয়টি রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া খোয়াইয়ের শাসক দল বাদ দিলে বিরোধী দল তথা সিপিআইএম দলের পক্ষ থেকে প্রতিদিন কোন না কোন কর্মসূচি সংঘটিত হচ্ছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকদিন সিপিআইএম দলের কর্মসূচি গুলিতে নতুন নতুন চেহারা যুক্ত হচ্ছে এবং আজকের এই মিছিলটি বেশ সাড়া জাগানো ছিল উপস্থিত যুব অংশের কর্মী সমর্থক বেশ লক্ষনিয় ছিল। সব থেকে বড় বিষয় রাস্তার দু’পাশের জনগণের মিছিল দেখার জন্য উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য