Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যমানুষের আস্থা অর্জন করতে হবে- মুখ্যমন্ত্রী

মানুষের আস্থা অর্জন করতে হবে- মুখ্যমন্ত্রী

শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী’র জনকল্যাণমূলক চিন্তাধারার সফল বাস্তবায়ন হিসেবে দেশব্যাপী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হয়। এই প্রকল্পের চার বছর পূর্তি এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ‌হয় এক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন সুবিধাভোগীর সাথে মতবিনিময় করেন এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীকে সম্মাননা জানান। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করায় বিশ্বের বহু রাষ্ট্র থেকে বাহবা দেওয়া হচ্ছে। অনেকেই জিজ্ঞাসা করছেন কিভাবে যোজনা আনা হয়েছে এবং কিভাবে মানুষকে এর বেনিফিট দেওয়া হচ্ছে। রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের 100% বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের শুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে এটা সফল করে তুলতে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। সবকিছু 100% হয়ে যাবে, তা কিন্তু নয় ,বললেন মুখ্যমন্ত্রী। এছাড়া ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মানুষের সাথে সম্পর্ক উন্নয়নে খামতি আছে। এটাকে দূর করতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবারও মান উন্নয়ন করতে হবে বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে সাধারণ জনগন ও চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য