কল্যাণপুর বিলেতি মদের দোকানে নিশী কুটুম্বের হানা। আবারো চুরির ঘটনা সংঘটিত হলো কল্যাণপুরে। এবার চুরির ঘটনার সংঘটিত হয় কল্যাণপুর বিলেতি মদের দোকানে। প্রাপ্ত খবরে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোন এক সময় কল্যাণপুর থানা এলাকার বাজার কলোনি শ্মশানঘাট সংলগ্ন বিলিতি মদের দোকানে নিশি কুটুম্বের দল হানা দেয়। অভিযোগ, রীতিমতো দোকান ঘরের টিন কেটে চোরের দল হানা দেয়। নিয়ে যায় বিভিন্ন ব্র্যান্ডের মদ। খবর পেয়ে ঘটনাস্থলে আজ অর্থাৎ শুক্রবার সকালে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত গত বছরও এই বিলিতি মোদের দোকানে চুরি হয়েছিল কিন্তু পুলিশ কোন চোরকে গ্রেফতার করতে পারেনি। তাহলে প্রশ্ন হচ্ছে এবার কি চোরকে গ্রেফতার করতে পারবে পুলিশ সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। চুরির ঘটনায় গোটা কল্যাণপুর এলাকার জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে। কল্যাণপুর থানা থেকে বেশি দূরে নয় এই দোকান। প্রশ্ন হচ্ছে কারা এমন করল বা এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে। সবটাই বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়ে।।



