ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক নাবালক কিডন্যাপ হয়ে যাওয়ার খবরে গোটা তেলিয়ামুড়া এলাকা জুড়ে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছিল। যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ওই নাবালককে পাওয়া যায় তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে। এমন ঘটনা খুদ তেলিয়ামুড়া শান্তিনগর গ্রামে শুক্রবার সাত সকালে। এদিকে ওই নাবালক সঞ্জিত দেবনাথ এবং তার গর্ভধারিনী মার বক্তব্য থেকে জানা যায়,,,, সঞ্জিত দেবনাথ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়। ওই সময় সঞ্জিতের মা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় TR06 IH 2024 নম্বরের একটি মারুতি ভ্যান গাড়ি করে কয়েকজন লোক ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাবালক সঞ্জিত দেবনাথকে গাড়িতে করে নিয়ে চম্পট দেয়। মারুতি ভ্যান গাড়িটি তেলিয়ামুড়া খোয়াই সড়কের ত্রিশাবাড়ি রেলস্টেশন চত্বর এলাকায় গাড়িটি পৌঁছতেই ওই নাবালক সুযোগ বুঝে গাড়ি থেকে রেলস্টেশন চত্বরে গিয়ে বসে থাকে। এমনটাই বক্তব্য ওই নাবালক এবং তার মার। তবে যাই হোক, ওই নাবালক শিশু এবং তার পরিবারের সদস্যদের কথাবার্তায় যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মনে করছে তেলিয়ামুড়া থানার পুলিশ। এদিকে নাবালক ছেলে কিডন্যাপ হওয়ার কিছুক্ষণ পরেই পরিবারের লোকজন ত্রিশাবাড়ি রেলস্টেশন চত্বরে গিয়ে হাজির হয়। সেই সাথে কিডন্যাপিং -এর সঙ্গে যুক্ত থাকা যে মারুতি ভ্যান গাড়িটির নম্বর দেওয়া হয়েছে এমন নম্বরের কোন গাড়ি নেই খোয়াই জেলাতে। পরে পরিবারের লোকজন ওই নাবালককে নিয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। তবে এবার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তবে এই রহস্যজনক ঘটনা নিয়ে এলাকার মানুষজনদের মধ্যে চাপা গুঞ্জন চলছে। এলাকার লোকজনের মনে আরো প্রশ্ন উকি দিচ্ছে,, এত ঘনবসতি এলাকা থেকে কিভাবে একটি শিশুকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে, যদি প্রকৃতপক্ষে এমন টাই হতো তবে কারো না কারো নজরে কিন্তু ঠিকই পড়তো? এর পেছনে কি রয়েছে আসল ঘটনা তা সম্পূর্ণটাই বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়ে।



