বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে রাজ্যে উপনির্বাচন হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়নি? রাজ্যের বর্তমান সরকার রাজ্য সরকার ভিলেজ কাউন্সিল নির্বাচনের গুরুত্ব দিচ্ছেন না কারণ। বর্তমান সরকার সরকার চায় না জনজাতি অংশের জনগণ তাদের সংবিধানিক অধিকার পেয়ে যাক, ভিলেজ কাউন্সিল নির্বাচনের পাশাপাশি গ্রেটার তীব্রালেন্ড এর দাবি করলেন ত্রিপুরা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। শুক্রবার আগরতলার টাউন হলে তিপ্রা ওমেন ফেডারেশনের দ্বিতীয় সম্মেলন করা হয়। এদিন সারা রাজ্যেরবিভিন্ন জেলা থেকে ত্রিপুরা উইমেন ফেডারেশনের সদস্যরা আগরতলার স্বামী বিবেকানন্দ মাঠে জমায়েত হন সেখান থেকে রেলি করে আগরতলা শহর পরিক্রমা করে টাউন হলে সম্মেলনে মিলিত হন, এই দিনের সম্মেলনে ত্রিপুরা উইমেন ফেডারেশনের, মনিহার দেববমা, স্বপ্না দেববর্মা ও অন্যন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তাছাড়া এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মাথার চেয়ারম্যান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। এই দিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জনজাতিদের অধিকার এবং ত্রিপুরা ল্যান্ডের দাবি পাশাপাশি রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে নির্বাচন নিয়েও অভিযোগ করেন।



